Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০২৪-২০২৫ অর্থ বছরের বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্তে অনলাইন আবেদন গ্রহণ
বিস্তারিত

২০২৪-২৫ অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতা কর্মসূচিতে বিদ্যমান নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তির নিকট হতে সমাজসেবা অধিদফতরের web based management information system (MIS) এর মাধ্যমে Disability information system (DIS) ডাটাবেজ এ সংরক্ষিত তথ্য যাচাইপূর্বক শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামী ১৫/১০/২০২৪ খ্রি: তারিখ হতে ১৪/১১/২০২৪ খ্রি: পর্যন্ত  mis.bhata.gov.bd/onlineApplication লিংকে অনলাইনে ভাতার আবেদন গ্রহণ করা হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় শর্তাবলী;-

১) আবেদনকারী প্রতিবন্ধী ব্যক্তির অবশ্যই ভোটার আইডি কার্ড /অনলাইন জন্ম সনদ থাকতে হবে।

১. প্রতিবন্ধী ব্যক্তির অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে।

২. আবেদনকারীকে অশ্যই সক্রিয় নগদ হিসাব নম্বর (মোবাইল নম্বর) প্রদান করতে হবে।

৩. পূর্বে অনলাইন আবেদন করে থাকলে পুনরায় অনলাইনে আবেদন করার প্রয়োজন নাই।

ডাউনলোড
প্রকাশের তারিখ
14/10/2024
আর্কাইভ তারিখ
14/11/2024